বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৮:২৪:২২

এই সিনেমা দেখেই টাকা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী!!

 এই সিনেমা দেখেই টাকা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী!!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিতে গেলেন? কীভাবে তিনি অনুপ্রাণিত হলেন?

দেশের কালো টাকা বন্ধ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। কেন তিনি হঠাৎ ৫০০  ও ১০০০ টাকা বাজার থেকে তুলে নিতে গেলেন? বিষয়টি নিয়ে অনেকের নামই ইতিমধ্যে উঠে এসেছে। কেউ যদি এখন রজনীকান্তের নাম বলেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তামিল সুপারহিরোর একটি ছবিতে অনেকটাই এমন ঘটনা দেখানো হয়েছিল। ছবিটির নাম ‌‘শিবাজি’। সেখানে দেশ থেকে কালো টাকা উদ্ধারের নানা ফর্মুলা দেখান রজনী। আরও একটি দক্ষিণী ছবিতে বিষয়টি তুলে ধরা হয়। যেটা দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে প্রায় পুরোটাই মিলে যায়। চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল বিজয় অ্যান্টনির ‘পিছাইকরন’ ছবি। যেখানে রেডিও স্টেশনের সঞ্চালক-সঞ্চালিকাদের সঙ্গে এক ভিখারির কথোপকথন দেখানো হয়। সেই ভিখারির মুখে শোনা গিয়েছিল, ভারতে ঘুষ, কালো টাকা, দুর্নীতির মূলে ৫০০ ও ১০০০ টাকার নোটই দায়ী। এগুলো বাজার থেকে তুলে নিতে বলেছিলেন সেই ভিখারি। গত মঙ্গলবার রাত বারোটার পর থেকে বর্তমান সরকার ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যা অনেকটাই মিলে যায় ‘শিবাজি’ ও ‘পিছাইকরন’ ছবি দুটির গল্পের সঙ্গে।  সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি মোদীর এ হেন সিদ্ধান্ত নিয়ে বেশ সরব। দক্ষিণের এই দুটো ছবিও যুক্ত হয়েছে এই তালিকায়।-এবেলা
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে