সাবরিনা হাসান : নির্বাচনে বিজয়ের পর যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণে প্রস্তুত ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। এরইমধ্যে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবারের নির্বাচনে এ পর্যন্ত ঘোষণা করা ৪৯টি অঙ্গরাজ্যের ফলে, ট্রাম্প পেয়েছেন ২শ’ ৯০টি ইলেক্টোরাল ভোট। জয়ের জন্য প্রয়োজন ছিল ২শ’ ৭০ ইলেক্টোরাল ভোট।
উৎসবের পাশাপাশি চলছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি। প্রথা অনুযায়ী জানুয়ারিতেই ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা।
শুধু ক্ষমতা গ্রহণই নয় কেবিনেট নিয়েও রিপাবলিকানদের মাঝে চিন্তা-ভাবনা চলছে। এরই মধ্যে পাওয়া গেছে ট্রাম্পের সম্ভাব্য কেবিনেটের চিত্র।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিউট গিনগ্রিচ, অ্যাটর্নি জেনারেল রুডি গিলিয়ানি, রিইনস্ প্রিবাস চিফ অব স্টাফ, বাণিজ্যমন্ত্রী ক্রিস ক্রিস্টি’র সম্ভাবনা বেশি। প্রতিরক্ষামন্ত্রী জেফ সেশনস্, মাইকেল ফ্লিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং স্টিভেন নুচিন ট্রেজারি সেক্রেটারি হচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।
শুধু ক্ষমতা গ্রহণই নয় বরং যুক্তরাষ্ট্রের সব নাগরিকের প্রেসিডেন্ট হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। চ্যানেল আই
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি