বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ১১:৪২:২০

ট্রাম্পই ইসরায়েলের সত্যিকারের বন্ধু: নেতানিয়াহু

ট্রাম্পই ইসরায়েলের সত্যিকারের বন্ধু: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

এ সময় নেতানিয়াহু ট্রাম্পকে ‘ইসরায়েলের সত্যিকারের বন্ধু’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

হিলারি ক্লিনটনকে পরাজিত করে নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনার সময় তার পক্ষে ইলেক্টোরাল কলেজের সংখ্যা ২৭০ পেরিয়ে গেলেই অভিনন্দনের জোয়ারে ভাসতে থাকেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর প্রধানরা অভিনন্দন জানাতে থাকেন ট্রাম্পকে।

১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে