আন্তর্জাতিক ডেস্ক: শিরোনাম তৈরিই ছিল। ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ অপেক্ষা ছিল চূড়ান্ত ফলাফল প্রকাশের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত যে হিলারি ক্লিন্টনের বিপক্ষে যাবে, ঘুণাক্ষরেও টের পাননি নিউ ইয়র্ক টাইমস-এর ডিজাইন ডিরেক্টর টম বদকিন৷
আরও বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্রের মতোই তারাও হিলারিকেই জয়ী ধরে আগাম শিরোনাম লিখে তৈরি ছিলেন৷ চূড়ান্ত ফলাফল এলেই কাগজ ছাপানোর জন্য প্রেসে পাঠিয়ে দেয়ার অপেক্ষা।
সাধারণত এরকম হাই প্রোফাইল নির্বাচনের ফল প্রকাশের আগে অধিকাংশ নামী সংবাদপত্রের প্রথম পাতার খসড়া তৈরি করে রাখাই হয়৷ চূড়ান্ত ফলাফল জানা গেলে জেতা-হারা আসনের সংখ্যা বসিয়ে দিয়ে কাগজ ছাপতে পাঠিয়ে দেয়া হয়।
সেই মতো নিউ ইয়র্ক টাইমসও প্রথম পাতায় হিলারির ছবিসহ শিরোনাম লিখে খসড়া তৈরি করে ফেলে। পাতাজোড়া ব্যানার হেডলাইন লেখা হয়, ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ কারণ, জনমত ও বুথফেরত নানা সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করে টাইমস-এর সম্পাদক গোষ্ঠী অনুমান করেছিল, আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনো নারী বুঝি প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করবেন।
শেষ পর্যন্ত সেই খসড়া বাতিল করে দিতে হয়৷ সেই বাতিল খসড়ারই একটি ছবি টুইটারে পোস্ট করেছে সংবাদপত্রটি। যা দেখে বহু হিলারিপন্থীরা এখন দীর্ঘশ্বাস ফেলছেন।-সংবাদ প্রতিদিন
১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ