আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার এক ঘণ্টার মধ্যেই 'কীভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়' । বাক্যাটি লিখে গুগলে খোঁজার প্রবণতা বেড়েছে কল্পনা অতীত।
How to impeach a president -এই বাক্যটি দিয়ে গুগলে সার্চ করার প্রবণতা ৫ হাজার গুণ বেড়েছে বলে জানিয়েছে প্রভাবশালী বৃটিশ সংবাদমাধ্যম ইন্ডিপিন্ডেট।
তাদের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই শব্দগুচ্ছ দিয়ে গুগলে সার্চ দেয়ার হার ৪ হাজার ৮৫০ গুণ বেড়েছে। সবচেয়ে বেশিবার সার্চ দেয়া হয়েছে হাওয়ায়, ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন ও কলারাডো রাজ্যগুলি থেকে। যদিও এ সব রাজ্যেগুলিতে ডেমোক্রাটরাই জিতেছেন। এখনো পর্যন্ত ১৭,৩০০,০০০ বার সার্চ করা হয়েছে।
উল্লেখ্য, ইমপিচ হচ্ছে কোন দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে বহিষ্কার করার একটি বৈধ আইনি প্রক্রিয়া। যেখানে পার্লামেন্টের সদস্যরা প্রয়োজনীয় ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে থাকেন। আর এই কারণে এই সব রাজ্যগুলোর মানুষ সেই খোঁজার চেষ্টা করছেন।
১১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি