শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৩:২২:৪৬

সৌদি আরবে অটোমোবাইল সংস্থায় চাকরির বদলে উট খামারের ‘দাস’ জয়ন্ত

সৌদি আরবে অটোমোবাইল সংস্থায় চাকরির বদলে উট খামারের ‘দাস’ জয়ন্ত

আন্তর্জাতিক ডেস্ক: চাকরির টোপে সৌদি আরবে গিয়ে বিপাকে বাঙালি যুবক৷ অভিযোগ, অটোমোবাইল সংস্থায় ভাল চাকরির বদলে উট খামারে দাসবৃত্তি করতে হয়েছে কলকাতার জয়ন্ত বিশ্বাসকে৷ জয়ন্তকে উদ্ধার করতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানাল তাঁর পরিবার।

পরিবারের কথা অনুযায়ী, অটোমোবাইলে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির খোঁজে ছিলেন জয়ন্ত৷ সেই সময় দিল্লির এক এজেন্টের সঙ্গে পরিচয় হয় তাঁর৷ এক লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরবের অটোমোবাইল সংস্থায় চাকরির প্রস্তাব দেয় সে৷

সেই টাকা এজেন্টকে দিয়েও দেয় জয়ন্তর পরিবার৷ এরপর পর্যটক ভিসায় জয়ন্তকে রিয়াদে নিয়ে যাওয়া হয় ওই এজেন্টের সংস্থার পক্ষ থেকে। বলা হয় তিন মাস ওখানে থেকে কাজ করলেই ওয়ার্কিং ভিসা পাওয়া যায়।

কিন্তু রিয়াধে জয়ন্তকে নিয়ে গিয়ে এক বিত্তবান সৌদি নাগরিকের হাতে বেচে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর দিদি গৌরী বিশ্বাসের৷ তাঁর কথায়, সেখানে জয়ন্তকে উটের খামারে কাজ করতে বাধ্য করা হয়৷ মাত্র একবেলা খেতে দেওয়া হত তাঁকে৷ কোনওক্রমে সেখান থেকে পালিয়ে ভারতীয় দূতাবাসে যোগাযোগও করেছিলেন জয়ন্ত৷

কিন্তু, যার কাছে তাঁকে বিক্রি করা হয়েছিল সেই সৌদি নাগরিক জয়ন্তর বিরুদ্ধে ১০,০০০ রিয়্যাল চুরির অভিযোগ আনে৷ রিয়াদ পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়৷ সেখান থেকে বাড়িতে যোগাযোগ করে জয়ন্ত৷ উদ্বিগ্ন পরিবার সেই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে৷ কিন্তু, এজেন্টের সংস্থার তরফে জানানো হয় ৩৫,০০০ টাকা দিলে ছাড়িয়ে আনা হবে তাঁকে৷ ২৭ অক্টোবর জেল থেকে ছাড়াও পান জয়ন্ত৷ কিন্তু এরপর থেকেই তাঁর কোনও খবর পরিবারের কাছে নেই বলে জানিয়েছেন জয়ন্তর দিদি।

পুরো ঘটনা কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে জানিয়েছেন জয়ন্তর বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বিদেশ মুলুক থেকে ছেলেকে উদ্ধার করে আনার আর্জি জানিয়েছেন তিনি৷ যদিও এখনও পর্যন্ত বিদেশমন্ত্রীকের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।-সংবাদ প্রতিদিন

১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে