শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৪:২৩:৫২

ধানক্ষেতের নালা থেকে চার লাশ উদ্ধার, চুঁচুড়ায় চাঞ্চল্য

ধানক্ষেতের নালা থেকে চার লাশ উদ্ধার, চুঁচুড়ায় চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক: এক সঙ্গে চার মরদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে চুঁচুড়ায়। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার দক্ষিণ সিমলা পাড়ায় সরস্বতী নদীর ধারে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় নালার মধ্যে ওই চার অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ দেখতে পান। মৃতদেহগুলি নালার মধ্যে পরপর রাখা ছিল। আশপাশে বেশ কিছু কাপড়ের পাড়ও পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে চুঁচুড়া থানার পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ওই চার যুবকের বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তবে ওই যুবকদের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাপড়ের পাড় দিয়ে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই যুবকদের। ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মৃতদেহগুলি পাঠানো হয়েছে। কে বা কারা ওই যুবকদের খুন করল, কেন করল, তা এখনো বুঝে উঠতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।-আনন্দবাজার

১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে