আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের শহর মাজার-ই-শরিফে জার্মান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তালেবান জঙ্গি গোষ্ঠী প্রাথমিকভাবে এ ঘটনায় দায় হামলার স্বীকার করে বিবৃতি দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা বহনকারী একটি ট্রাক হঠাৎই কনস্যুলেটকে ঘিরে রাখা দেয়ালে এসে আঘাত করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন বিস্ফোরণে কনস্যুলেট ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তালিবানরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, চলতি মাসে কুন্দুজে বিমান হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।
১১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম