শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১০:২১:৫৬

মোদির যে যুগান্তকারী সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান

মোদির যে যুগান্তকারী সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অর্থনীতির হাল ফেরাতে ৫০০ এবং ১০০০ টাকার নট বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুগান্তকারী এই সিদ্ধান্তে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে। দেশের মাটিতে বিরোধীতা থাকলেও বিদেশে বহুল প্রশংসা শোনা যাচ্ছে মোদির এহেন সিদ্ধান্তের। শত্রু রাষ্ট্র পাকিস্তানের মাটিতেও ভারতের নোট বাতিলের চর্চায় প্রশংসা করা হচ্ছে নরেন্দ্র মোদির এই ঐতিহাসিক পদক্ষেপের।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের আলোচনা চক্রে অংশ নিয়েছিলেন ওই দেশের দুই অর্থনীতি বিশেষজ্ঞ। তাঁরা দু’জনেই নোট বাতিলের সিদ্ধান্তের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।

তাঁদের কথায়, ‘দেশে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে এবং কালো টাকার কারবার বন্ধ করতে মোদীর এই সিদ্ধান্ত খুবই ফলপ্রসূ হতে চলছে। ভারতের অর্থনীতির ক্ষেত্রেও এটি খুব সহায়ক হবে। দেশের মুদ্রাস্ফীতির হার কম করতেও খুব সহায়ক হবে নোট বাতিলের সিদ্ধান্ত। বিষয়টি সাধারণ মানুষেরা সহজে বুঝতে পারবেন না।’

দুর্নীতি রুখতে ভারতের এই সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য দেশ মডেল হিসেবে দেখতে পার বলেও মন্তব্য করেছেন ওই দুই পাক অর্থনীতিবিদ। উন্নয়নশীল দেশগুলির সার্বিক উন্নতির জন্য বিশেষ করে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের উন্নতির জন্য ভারত-পাক আলোচনার পক্ষে সাওয়াল করেছেন তাঁরা। ভারত-পাক সুসম্পর্ক গঠনে নরেন্দ্র মোদীকে উদ্যোগী হওয়ার কথাও বলেছেন পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়া দুই অর্থনীতিবিদ। -কলকাতা২৪।
১১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে