শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০২:২৬:৩৮

ট্রাম্পের বিজয়: ক্যালিফোর্নিয়ায় দুই মুসলিম হিজাবি নারীর ওপর হামলা

ট্রাম্পের বিজয়: ক্যালিফোর্নিয়ায় দুই মুসলিম হিজাবি নারীর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ঘোষণার পরদিন থেকেই যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে মুসলিম নারীদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। আক্রান্তকারীরা একে হেইট ক্রাইম বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে।

ক্যালিফোর্নিয়ার স্যান জোসে বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম ছাত্রী পুলিশকে জানান, বিশ্ববিদ্যালয়ের পার্কিং গ্যারেজ এলাকায় দুর্বৃত্তরা পিছন থেকে তাকে হামলা করে। এক পর্যায়ে তার হিজাব টেনে খুলে ফেলে এক দুর্বৃত্ত। তারপর তাকে জোরে ধাক্কা দেয় মাটি ফেলে দেয়।

অন্য আরেকটি ঘটনায় পুলিশের মুখপাত্র রোনাল্ড ব্রোসার্ড বলেন, সানডিয়াগো স্টেট বিশ্ববিদ্যালয়ে দুই দুর্বৃত্ত এক মুসলিম নারীর সঙ্গে তর্ক শুরু করে দেয়। এক পর্যায়ে ওই নারীকে তারা নাজেহাল করেন। পরে ওই নারীর গাড়ি চুড়ি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আক্রমণের সময় ওই নারীর পার্সও খোয়া যায় বলে পুলিশ জানায়।

এসব ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্যান জোস ইউনিভার্সিটি পুলিশ। -এএফপি, সিএনবি নিউজ
১১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে