আন্তর্জাতিক ডেস্ক: ইভানা জেলনিকোভা, মার্লা ম্যাপলস এবং মেলানিয়া নাউস — এঁদের মধ্যে মিল কোথায়? মিডিয়ার দৌলতে এখন অনেকেই জানেন যে এঁরা সকলে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প-কে বিয়ে করেন। এ ছাড়া এঁদের সম্পর্কে বিশেষ কোনও তথ্য হয়তো অনেকেই জানেন না। দেখে নিন এঁরা কারা এবং কখনই বা ডোনাল্ড ট্রাম্পের ঘরনি হয়েছিলেন।
• ইভানা জেলনিকোভা, বিয়ে ১৯৭৭
ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী। ইভানা একজন সফল মডেল ছিলেন। ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এর সঙ্গে সঙ্গে ট্রাম্পের ব্যবসায়ও সাহায্য করতেন। ট্রাম্পের রিয়েল এস্টেট সংস্থায় উঁচু পদে বহাল ছিলেন ইভানা। এঁদের তিন সন্তান — ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং এরিক ট্রাম্প। ১৯৮৮ সালে মার্কিন নাগরিত্ব পান ইভানা। তবে এর মধ্যেই ট্রাম্পের সঙ্গে নানা বিষয়ে মতের অমিল হওয়া শুরু। তার সঙ্গে কানাঘুষো শোনা যাচ্ছিল মার্লা ম্যাপলসের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে ট্রাম্পের। এর মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেন ইভানা। ১৯৯২ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের এবং ছেলেমেয়ের কাস্টডি পান ইভানা।
সুন্দরী মার্লা একাধারে মডেল এবং অভিনত্রী ছিলেন। হলিউডে বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে ট্রাম্পের নজরে পড়ে যান তিনি। দু’ জনে ঘনঘন দেখা করতে শুরু করেন। অবশেষে তাঁদের সম্পর্কের কথা চাপা থাকে না। ইভানার সঙ্গে ডিভোর্সের এক বছরের মধ্যে মার্লা-কে বিয়ে করেন ট্রাম্প। ৬ বছর এক সঙ্গে ঘর করার পর ১৯৯৯ সালে তাঁদেরও বিচ্ছেদ হয়ে যায়।
• মেলানিয়া নাউস, বিয়ে ২০০৫
মেলানিয়া নাউস-ও একজন সফল মডেল ছিলেন। ট্রাম্পের তিন স্ত্রী-র মধ্যে এই একটি ব্যাপারেই মিল রয়েছে। তিনজনেই মডেল ছিলেন। ২০০৫ সালে তিনি যখন ট্রাম্পের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তখন মেলানিয়ার বয়স ৩৫ এবং ট্রাম্পের বয়স ৫৯। তবে এই বিরাট পার্থক্যকে দূরে সরিয়ে তাঁরা গত ১১ বছর ধরে সংসার করছেন। শোনা যায়, মেলানিয়া-ই ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বলেন এবং সাহস জোগান। শুধু তাই নয়, নির্বাচনী প্রচার চলাকালীন তিনি প্রথম থেকে ট্রাম্পের সমর্থনে জোর গলায় কথা বলেন।-এই সময়
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ/এইচএস/কেএস