আন্তর্জাতিক ডেস্ক: পেশাদার মানুষদের ব্যবহৃত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক লিঙ্কডিনকে এবার নিষিদ্ধ করতে চলেছে রাশিয়া৷ জানা গিয়েছে, এই নিয়ে মস্কো কোর্টে গত অগস্ট মাসে একটি আপিল করেছিল দেশের অনলাইন রেগুলেটররা৷ তাদের আবেদন মেনেই এই ওয়েবসাইটকে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কোর্ট৷অনলাইন রেগুলেটরের মনিটর জানিয়েছেন, বহুদিন ধরেই লিঙ্কডিন রাশিয়ার আইনকে অমান্য করছিল৷ এমনকি এই ওয়েবসাইটে থাকা জনগণের গোপন তথ্য আর গোপন থাকছিল না বলেও অভিযোগ আনা হয়েছে৷
জানা গিয়েছে, রাশিয়ান আইন অনুযায়ী যেকোনও সোশ্যালমিডিয়াকে ব্যবহারকারীর সম্পর্কিত তথ্য গোপন রাখতে হবে৷ তবে লিঙ্কডিন তা করছিল না৷লিঙ্কডিনের পক্ষ থেকে জানান হয়েছে, কোর্টের এই পদক্ষেপের জন্য রাশিয়ার বহু লিঙ্কডিন ব্যবহারকারী এই ওয়েবসাইট ব্যবহার থেকে বঞ্চিত হবে৷ তবে কোর্টের নির্দেশে সরকার যাতে তাদের মত পরিবর্তন করে তার জন্য অনলাইন রেগুলেটর সংস্থার সঙ্গে কথাবার্তা চালানো হবে বলেও জানান হয়েছে লিঙ্কডিনের পক্ষ থেকে৷-কলকাতা২৪
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ/এইচএস/কেএস