আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মোদী! ৯০০০ ফুট উচ্চতা বা তার বেশিতে কর্তব্যরত জওয়ানদের জন্য বিশেষ সম্মান ঘোষণা করেছেন মোদী সরকার। ‘হাই অল্টিটিউড মেডেল’ নামে নতুন এই মেডেলটি দেওয়া হবে বলে দু’দিন আগে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মোদী সরকারের এই সিদ্ধান্তে রীতিমত প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে বিভিন্নমহলে। যদিও এই সিদ্ধান্ত ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন। একাধিক অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের সাফ বক্তব্য, ‘হাই অল্টিটিউড মেডেল’ নতুন কিছু নয়।
এই বিষয়ে অবসরপ্রাপ্ত লেফ্টেনেন্ট জেনারেল হরচরণজিৎ সিং পানাগ দাবি করেন, ‘হাই অল্টিটিউড মেডেল’ বরাবর সেনাবাহিনীতে দেওয়া হত। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুখবন্ত সিং কেন্দ্রকে কড়া আক্রমণ করে বলেন, ‘মেডেল বরাবরই ছিল। আমি নিজে পেয়েছি, আমার অনেক সহকর্মী পেয়েছেন। পাবলিককে বোকা বানাবেন না।’ প্রতিরক্ষা মন্ত্রকের গবেষক তথা প্রাক্তন সেনাকর্মী রোহিত আগরওয়ালও মিথ্যাচারের অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই মেডেল তিনি ১৯৯৮ সালে পেয়েছিলেন। তাহলে নতুন কী হল?’-কলকাতা২৪
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ/এইচএস/কেএস