আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের আমেরিকায় ঢুকতে না দেয়া সংক্রান্ত সবচেয়ে বিভক্তিমূলক নির্বাচনী অঙ্গীকার তার ওয়েবসাইটে কিছুক্ষণ দেখা যায়নি।
ট্রাম্পের প্রচার শিবিরের স্টাফ মার্কিন গণমাধ্যমকে জানায়, কারিগরি ত্রুটির কারণে লেখাটা কিছু সময়ের জন্য মুছে যায়। গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার বার্নার্দিনোয় সন্ত্রাসী হামলার পর লেখাটি ওয়েবসাইটে স্থান পায়।
সাংবাদিকরা মুসলমানদের আমেরিকায় ঢুকতে না দেয়া সংক্রান্ত ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার তার ওয়েবসাইটে দেখা না যাওয়ার ব্যাপারে প্রশ্ন করার কিছুক্ষণ পর এটা আবার ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
ট্রাম্প গত ডিসেম্বরে বলেছিলেন, মুসলিম অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। একইসঙ্গে তিনি বলেছিলেন, নির্বাচিত হলে তিনি মুসলিমদের আমেরিকা ঢোকা বন্ধ করে দেবেন।-বাসস
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ/এইচএস/কেএস