শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৯:১১:১০

ব্যাংকের লাইনে রাহুল , আক্রমণ করলেন মোদীকে

ব্যাংকের লাইনে রাহুল , আক্রমণ করলেন মোদীকে

আন্তর্জাতিক ডেস্ক: নোট বাতিলের জের। তাই ব্যাংকে এসে নোট বদল করার লাইনে খোদ রাহুল গাঁধী! আর এসেই নিজস্ব ঢঙে ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি।

এদিন বিকেল সওয়া চারটে নাগাদ বাতিল হওয়া নোট দিয়ে নতুন নোট নিতে নিজেই স্টেট ব্যাংকের পার্লামেন্ট হাউস শাখায় চলে যান রাহুল। চার হাজার টাকা নোট বদলাতে অন্যদের মত লাইনে দাঁড়িয়ে পড়েন।

রাহুলকে দেখতে তখন ছোটখাটো ভিড়ের সৃষ্টি হয়। কিছুটা হুড়োহুড়িও পড়ে যায়! অনেক গ্রাহক এমনকী ব্যাংককর্মীও ‘যুবরাজ’-কে হাতের কাছে পেয়ে সেলফির আবদারও করেন। নিরাশ করেননি তিনি। দেদার ছবি তোলেন।

এদিকে, রাহুল ব্যস্ত ছিলেন মোদী সরকারের সমালোচনায়। লাইনে দাঁড়ানো মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যার কথা শোনেন। রাহুলের পাশে দাঁড়িয়েই লাইনে দাঁড়ানো এক যুবক নিজের ক্ষোভ উগড়ে দেন।

পরে, সেখান থেকে বেরিয়ে নোট বাতিল নিয়ে কেন্দ্রকে তুমুল আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি। বলেন, সরকার হওয়া উচিত গরিবদের জন্য, ১৫-২০ জনের জন্য নয়।

তিনি বলেন, এই লাইনে যাঁরা দাঁড়িয়ে রয়েছেন, তাঁরা কেউ কোটিপতি নন। গরিব মানুষরা ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

 রাহুল আরও জানান, (কেন্দ্রের সিদ্ধান্তের ফলে) মানুষ কতটা সমস্যায় পড়েছেন, তা উপলব্ধি করতেই তিনি ব্যাংকে চলে এসেছেন। এদিন প্রায় ৪০ মিনিট ব্যাংকে ছিলেন রাহুল। চার হাজার টাকা বদলে বেরিয়ে যান তিনি।-এবিপি আনন্দ
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে