আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে চাইছেন ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, তার শরীর ভাল যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ক্রীমলিন নামক এক আন্তর্জাতিক নিউজ এজেন্সির দাবি দীর্ঘদিন ধরে পুতিন শারীরিক নানা সমস্যায় ভুগচ্ছেন।
এমনকি সদ্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থাকতে পারছেন নাঅসুস্থতার কারনে। মস্কো স্টেট ইনস্টিটিউটের বৈদেশিক নীতি বিভাগের অধ্যাপক স্লোভে জানান,‘ আগামী বছর প্রেসিডেন্ট খুব বেশি জনসমক্ষে আসবেন না। বিশেষ গুরত্বপূর্ণ অনুষ্ঠান ছাড়া তাঁকে দেখা যাবে না’।
পুতিন রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে না দাড়াঁলে তার উত্তরসূরী হিসাবে দুটি নাম উঠে আসছে। একজন হলেন সাবেক প্রসিডেন্ট ডিমিট্রি মেডভেডেভ, যিনি ২০১২ সাল থেকে চার বছর দায়িত্বে ছিলেন। ওপর জন হলেন বর্তমান প্রেসিডেন্টের সাবেক দেহরক্ষী ও প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সি ডাইমিন। আগামী বছর পুতিনের মেয়াদ শেষ হচ্ছে। আজকাল
১১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি