আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীঘ্রই দেখা করবেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখা করবেন বলে জানিয়েছেন ভারত-মার্কিন শিল্পপতি শহলাব কুমার। খবর ইন্ডিয়া ডট কমের।
বুধবার মার্কিন মুলুকে সাদা বাড়ি দখলের পর, সাংবাদিকদের সামনে শহলাব কুমার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ পরেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই, ভারত-মার্কিন সম্পর্ককে আরও জোরদার করতে এবার আগামী ১০০ দিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখা করবেন বলে খবর। ট্রাম্প জমানায় ভারত-মার্কিন সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয়, সেই প্রচেষ্টাই দুই দেশের তরফে করা হবে বলে মনে করছে বিভিন্ন মহল।
মার্কিন মুলুকে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। চীন এবং পাকিস্তানকে চাপে ফেলেই কি এবার তোলে ভারতের সঙ্গে আরও সুদৃঢ় হবে আমেরিকার সম্পর্ক?
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প জেতায় ভারতের আদপে লাভ হবেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চ্যালেঞ্জের মুখে পড়তে হবে চীন ও পাকিস্তানকে।
১১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি