আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জার্মান কনস্যুলেটের সামনে আত্মঘাতী জঙ্গি হামলায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। জার্মান কনস্যুলেট থেকে জানানো হয়েছে, তাদের কর্মীরা সুরক্ষিতই রয়েছেন। এই হামলার দায় নিয়ে তালিবানরা জানিয়েছে, ন্যাটোর হামলার বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর ইন্ডিয়াটাইমসের।
শুক্রবার ভোররাতে উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে জার্মান কনস্যুলেটের সামনে এই হামলা চালানো হয়। একটি ট্রাক বোমা জার্মান কনস্যুলেটের দেওয়ালে ধাক্কা মারলে, তীব্র বিস্ফোরণ হয়। ন্যাটোর মুখপাত্র দাবি করেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, ৫ কিলোমিটার পর্যন্ত এর অভিঘাত বোঝা গিয়েছে। বিস্ফোরণে নিহত হয় ৪জন। জখম হয় ১২০জন। এরপরই গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়।
জার্মান কনস্যুলেট থেকে জানানো হয়েছে, হতাহতদের মধ্যে তাদের কোনও কর্মী নেই। জার্মান কনস্যুলেটে যেখানে বিস্ফোরণ হয়েছে, তার অদূরেই ভারতের কনস্যুলেট। এই বছরের গোড়ায় ভারতীয় কনস্যুলেটও জঙ্গি হামলার নিশানায় ছিল।
১১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি