শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৯:১৭:০০

অন্ধ বাবা ভেঙ্গার হুঁশিয়ারি মিথ্যা, বেঁচে গেল আমেরিকা!‌ ‌

অন্ধ বাবা ভেঙ্গার হুঁশিয়ারি মিথ্যা, বেঁচে গেল আমেরিকা!‌ ‌

আন্তর্জাতিক ডেস্ক : যেন এ যুগের নস্ত্রাদামুস‌। জীবদ্দশায় এমন কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, যা মিলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। ৯/‌১১-‌র হামলা থেকে আই এসের উত্থান সবই আগেভাগে বলে গিয়েছিলেন বুলগেরিয়ার অন্ধ বৃদ্ধা ‘‌বাবা ভেঙ্গা’।

এও বলেছিলেন আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন একজন আফ্রিকান-‌আমেরিকান। অর্থাৎ বারাক ওবামা। কিন্তু হিসেব মিলল না ট্রাম্পের বেলায়। কারণ ১৯৯৬ সালে মারা যাওয়া বাবা ভেঙ্গা বলেছিলেন, ওই আফ্রিকান-‌আমেরিকান (‌অর্থাৎ ওবামা)-‌ই হবেন আমেরিকার শেষ প্রেসিডেন্ট। অর্থাৎ তার ইঙ্গিত ছিল, ওবামা জমানার শেষে ভেঙে যাবে সংযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র। নয়তো ধ্বংস হবে পৃথিবী।

কিন্তু সেই ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণিত করে বহাল তবিয়তে অখণ্ড রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১০০টিরও বেশি ভবিষ্যদ্বাণী করেছিলেন ওই বৃদ্ধা। যার মধ্যে ৮৫ শতাংশ মিলে যায়। আইএস বা ৯/‌১১ শুধু নয়, তালিকায় রয়েছে জলবায়ু পরিবর্তন, সুনামির মতো ঘটনাও।
১২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে