আন্তর্জাতিক ডেস্ক : নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করে প্রথম থেকেই ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে বিজেপি-র পাল্টা কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। তাতে অবশ্য দমছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে নোট বাতিলের প্রতিবাদে একটি কবিতাই লিখে ফেললেন তিনি। এদিনই সেই কবিতা টুইট করেছেন মমতা।
প্রত্যাশিতভাবেই মমতা এই কবিতায় বার বার বিদ্ধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে কবিতার মধ্যে সরাসরি কোথাও নরেন্দ্র মোদির নাম নেননি তৃণমূল নেত্রী। তার সঙ্গে উঠে এসেছে নোট বাতিলের জেরে সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গ। কালো টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ, মমতার কবিতার ছত্রে ছত্রে সবই উঠে এসেছে।
কবিতার মধ্যেও মমতার অভিযোগ, আচমকা এই সিদ্ধান্তে আসলে একশ্রেণির মানুষের সুবিধে হয়েছে, আর বিপদে পড়েছে গরিব এবং মধ্যবিত্তরা। পরোক্ষে মোদীকে ‘স্বৈরাচারী’ বলেও আক্রমণ করেছেন মমতা। কবিতায় মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মানুষের লক্ষ্মীর ঝাঁপিও ভাঙতে হয়েছে। মজদুররা বেতন পাচ্ছেন না। পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে গরিবদের ঘরেই কালো টাকা রয়েছে। আর কেউ কেউ ‘মহারাজ’ সাজছেন।
কবিতার শেষ দিকে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মমতা। ‘তিন তালাক’-এর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, এমন জনবিরোধী সিদ্ধান্ত যারা নিয়েছে, আগামী দিনে তাদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ। যারা নোট বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে, তাদের এই পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। -এবেলা।
১২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম