শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৩:১৬:১১

আবারো ভয়াবহ জঙ্গি হামলা: মৃত্যু ৬, আহত ১৩০ জন

আবারো ভয়াবহ জঙ্গি হামলা: মৃত্যু ৬, আহত ১৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফগানিস্তানে জার্মান কনস্যুলেটের সামনে আবারো জঙ্গি হামলা৷ ভয়াবহ আত্মঘাতী এই তালিবান জঙ্গি হামলায় মৃতের সংখ্যা কমপক্ষে ছয়, আহত প্রায় ১৩০ জন৷ খবর সংবাদ প্রতিদিন।

শুক্রবার মধ্যরাতে উত্তর আফগানিস্থানের মাজার-ই-শরিফ শহরে জার্মান কনস্যুলেটের সামনে ঘটনাটি ঘটে৷ একটি বোমা সহ গাড়ি কনস্যুলেটের দেওয়ালে ধাক্কা মারে এবং তাতেই এই বিস্ফোরণ ঘটে৷

তালিবানি এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিস্ফোরণের প্রভাব ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে৷ জঙ্গি হামলায় মারা গিয়েছে কমপক্ষে ৬ জন আর গুরুতর ভাবে আহত হয়েছে ১৩০ জন৷

তালিবানদের তরফ থেকে জানানো হয়েছে যে, ন্যাটো(NATO) হামলার প্রতিশোধেই এই প্রাণঘাতী হামলা৷ হামলার জেরে হতাহত সংখ্যা অনেক হলেও বার্লিনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, জার্মান কনস্যুলেটের কর্মীদের কোনও ক্ষতি হয়নি৷

আফগানিস্থানের জার্মান কনস্যুলেটের কাছেই ভারতীয় কনস্যুলেট, এই বছরের প্রথমে জঙ্গিদের নিশানায় ছিল এটিও৷
১২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে