আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লাখ লাখ মার্কিনির জন্যে যে কত বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তা টের পেল ছোট্ট এক শিশুও। নিজের দেশকে নিয়ে বিশ্বজুড়ে কি হচ্ছে তা হয়তো সে জানেও না। কিন্তু স্কুলের একটি নকল নির্বাচনে ট্রাম্পকে ভোট দেয়ায় ওই শিশুকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার মা।
ঘটনাটি ঘটেছে ট্রাম্পের দল রিপাবলিকানদের শক্ত ঘাঁটি টেক্সাসে। স্কুলের নকল নির্বাচনে ভোট দেয় ওই শিশু।
একটি ভিডিওতে দেখা যায়, ছেলেকে মারধর করে বাসা থেকে বের করে দেয়া হচ্ছে। মার্কিন সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজি’র বরাতে এমন খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।
ভিডিওতে আরো দেখা যায়, একটি ব্যাগসহ দরজার বাইরে বের করে দেয়া হয়েছে ছেলেটিকে। আর তার মাকে বলতে শোনা যাচ্ছে, ট্রাম্পকে ভোট দিয়েছে, বাড়ি থেকে বের হও।
এসময় ছেলেটি কেঁদে কেঁদে মায়ের কাছে মিনতি করতে থাকে। কিন্তু তারপরও ওই মা ছেলেটিকে তার সব জিনিসপত্র নিতে বলতে থাকে।
শিশুটির মা বলেন, তুমি ট্রাম্পকে ভোট দিয়েছো, দাঁড়াও দেখাচ্ছি। তুমি তোমার স্যুটকেস নাও, আমরা এখানে কোনো ডোনাল্ড ট্রাম্পেকে চাই না। লোকজন তোমাকে যখন দেখবে, তখন জানবে কেন তুমি বাইরে।’
এরপর দেখা যায়, ছেলেটি তার স্যুটকেস নিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছে আর জানালা দিয়ে তার মা বলছে, গুড বাই ডোনাল্ড ট্রাম্প।
উত্তরে ছেলেটি বলছে, আমি আগামীকালও স্কুলে যাব। এ সময় তার মা বলে, তোমার যা ইচ্ছে তাই কর।
“তুমি কেন ট্রাম্পকে ভোট দিলে? উত্তরে ছেলেটি বলে, আমি টেলিভিশনে তাকে অনেকবার দেখেছি।
এই কথা বলতে বলতে ছেলেটিকে চলে যেতে দেখা যায়। সেসময় ঘরের ভেতর থেকে তার ছোট ভাই কাঁদছিল।
১২ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর