রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০১:৩৩:২৮

এবার মাজারে জঙ্গি হামলা: নিহত ৫২, আহত শতাধিক

এবার মাজারে জঙ্গি হামলা: নিহত ৫২, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: এবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মাজারে বোমা হামলার ঘটনা ঘটেছে জঙ্গিগোষ্ঠী।  এতে অন্তত ৫২ জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক।

শনিবার এ হামলা চালানো হয়।  হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে আইএস জঙ্গিগোষ্ঠী।  এদিকে, দুর্গম এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

আবারও বোমা হামলা, আবারও রক্তাক্ত হলো পাকিস্তান।  সন্ত্রাসীদের বোমা হামলার শিকার এবার বেলুচিস্তানের প্রত্যন্ত খুজদার জেলার শাহ নূরানি মাজার।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায়, মাজারে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হন স্থানীয়রা। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো মাজার এলাকা।  মুহূর্তেই রক্তাক্ত পুরো এলাকা।

হামলার পরপরই হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  উদ্ধার এবং চিকিৎসা সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী।  তবে, এলাকাটি দুর্গম হওয়ায় এবং আশপাশে কোন হাসপাতাল না থাকায় আহতদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।  

আহতদের চিকিৎসায় জরুরী অবস্থা জারি করা হয়েছে করাচির হাসপাতালগুলোতে। এদিকে, হতাহতদের খোঁজে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।
১৩ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে