আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই হাওয়া বদলাচ্ছে আমেরিকায়। প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরোতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুক্রবার হেনস্থার শিকার হলেন জর্জিয়ার ‘ডাকুলা হাই স্কুল’–এর শিক্ষিকা মারিয়া তেলি।
ফাঁকা ক্লাসরুমে তার নামে চিঠি ফেলে গেল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাতে লেখা হয়েছে, ‘ট্রাম্প জমানায় হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, কাপড়টি গলায় বেঁধে ঝুলে পড়ুন।’ তবে ট্রাম্পের জয়কে দোষারোপ করতে নারাজ ২৪ বছর বয়সী মারিয়া।
তার মতে, মার্কিনবাসীর মনে বিদ্বেষের বিষ বাসা বেঁধেছে। আমি ধর্মপ্রাণ মুসলিম। তাই হিজাব পড়ি। তবে মনে বিদ্বেষের বীজ পুঁতে রেখে আমেরিকা কখনওই শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে না।’ ফেসবুকেও এই নিয়ে লিখেছেন তিনি। ট্রাম্প জিতলেও, আমেরিকা ছেড়ে তিনি নড়বেন না বলে সাফ জানিয়েছেন। আজকাল
১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি