আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য এফ বি আই–কে দুষছেন হিলারি ক্লিনটন। নতুন করে ই–মেল ফাঁস কাণ্ডে তদন্ত শুরু হওয়াতেই নির্বাচনের ফলাফল তার অনুকুলে যায়নি বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, শনিবার নির্বাচনী প্রচারে অর্থপ্রদানকারীদের সঙ্গে বৈঠক করেন হিলারি ক্লিনটন। সেখানেই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বলেন, প্রচার ঠিকঠাকই চলছিল। মানুষ তাকে সমর্থন করছিলেন। কিন্তু কংগ্রেসকে লেখা এফবিআই কর্তা জেমস কোমির চিঠিই গোল বাঁধায়। দ্রুত খবর ছড়িয়ে পড়ে।
তাকে বদনাম করতে মাঠে নেমে পড়ে রিপাবলিকানরা। পররাষ্ট্র মন্ত্রী থাকাকালীন সরকারি কাজে ব্যক্তিগত ই–মেল অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন বলে হিলারির বিরুদ্ধে অভিযোগ। নির্বাচনী প্রচার চলাকালীন গত ২৮ অক্টোবর মার্কিন কংগ্রেসকে চিঠি দেন এফবিআই কর্তা জেমস কোমি। নতুন করে তদন্ত শুরু হচ্ছে বলে জানান। যদিও নির্বাচনের দু’দিন আগে হিলারিকে ক্লিনটনকে ক্লিনচিট দেন তারা। আজকাল
১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি