আন্তর্জাতিক ডেস্ক: দেশের কালো টাকা উদ্ধারে তিনি যে পদক্ষেপ করেছেন তাতে অনেকাংশেই সাধারণ মানুষের মন জয় করে ফেলেছেন। কিন্তু তাঁর নিজের সম্পত্তি কত? কী বলছে প্রধানমন্ত্রী দফতরের হিসেব?
মোদী এখন হিরো। দেশের কালো টাকা উদ্ধারে তিনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে অনেকাংশেই সাধরণ মানুষর মন জয় করে ফেলেছেন। কিন্তু তাঁর নিজের সম্পত্তি কত? কী বলছে প্রধানমন্ত্রী দফতরের হিসেব?
ঠিক এখন প্রধানমন্ত্রীর কত সম্পত্তি তার হিসেব না পাওয়া গেলেও এই বছরের গোড়ায় তাঁর মোট সম্পত্তি কত ছিল তা জানিয়েছে প্রধানমন্ত্রী দফতর। গত ৩০ জানুয়ারি পর্যন্ত নরেন্দ্র মোদীর সম্পত্তির হিসেব রয়েছে প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইটে।
সেই হিসেব অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাতে নগদ টাকা খুব কমই থাকে। তবে এতটা কম আগে থাকত না। ২০১৫ সালের ১৮ অগস্ট পেশ করা হিসেবে তাঁর হাতে নগদ ৩৮ হাজার ৭০০ টাকা ছিল। যেটা গত জানুয়ারিতে কমে হয়ে দাঁড়ায় ৪ হাজার ৭০০ টাকা। আর সব মিলিয়ে ২০১৬ সালের গোড়ায় নরেন্দ্র মোদীর স্থাবর, অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ছিল ১ কোটি ৪১ লক্ষ টাকা। যার বেশিটাই তাঁর বাড়ির দামের জন্য। ১৩ বছর আগে কেনা মোদীর বাড়ির বাজার অনুসারে মূল্য ২৫ গুণ বেড়েছে।
সর্বশেষ পাওয়া হিসেব অনুযায়ী, নরেন্দ্র মোদীর কোনও রকম কোনও গাড়ি নেই। দিল্লিতে তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এখনও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়ে গিয়েছে গুজরাতে। তাঁর গয়না বলতে রয়েছে চারটি আংটি। মোট ওজন ৪৫ গ্রাম, জানুয়ারি মাসে যেগুলির মোট বাজার মূল্য ছিল ১ লাখ ১৯ হাজার টাকা। এছাড়াও ২০ হাজার টাকার বন্ড, ১ লাখ ৯৯ হাজার টাকার জীবনবিমা মিলিয়ে মোদীর মোট অস্থাবর সম্পত্তি ৪১ লাখ ১৫ হাজার টাকা।
এবার দেখে নেওয়া যাক, নরেন্দ্র মোদীর স্থাবর সম্পত্তির হিসেব। কোনও পৈতৃক সম্পত্তি নেই তাঁর। গান্ধীনগরে একটি বাড়ির এক চতুর্থাংশের মালিক তিনি। ২০০২ সালে ২৫ অক্টোবর এটি কেনা হয়। মোদীর অংশ ৩,৫৩১.৪৫ স্কোয়ার ফুট। যার মধ্যে ১৬৯.৮১ স্কোয়ার ফুট এলাকায় নির্মাণ রয়েছে। এই অংশের জানুয়ারি মাস পর্যন্ত বাজার মূল্য ১ কোটি টাকা।-এবেলা
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস