রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৫:৫৫:৩৫

ট্রাম্পের দেখা ‘সেরা সুন্দরী’ কে?

ট্রাম্পের দেখা ‘সেরা সুন্দরী’ কে?

আন্তর্জাতিক ডেস্ক: ঘটনাটা বছর তিনেক আগের৷কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে৷হোয়াইট হাউসের নতুন বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ‘গোপন ভালোবাসা’র কথা ফাঁস করলেন স্বয়ং সার্বিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ইভান ডেসিস৷

৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট তিন বছর আগে ব্যবসার সূত্রেই ডেসিসের সঙ্গে একবার দেখা করেছিলেন৷তখনই ট্রাম্প তাঁর মনের কথা জানান ডেসিসকে৷কী সেই কথা? প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অ্যানা ইভানোভিচকেই মনে ধরেছিল ট্রাম্পের৷সার্বিয়ান টেনিস সুন্দরীর রুপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ট্রাম্প৷ডেসিস বলছেন,‘‘ট্রাম্পের সঙ্গে মিনিট পনেরো আমার কথা হয়েছিল৷সারাক্ষণই ও ইভানোভিচকে নিয়েই কথা বলেছিল৷ট্রাম্প বলেছিল, ইভানোভিচই তাঁর জীবনে দেখা সেরা সুন্দরী৷এককথায় অসাধারণ৷’’

২০১৪-তে ইভানোভিচ টুইটারে ট্রাম্পের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন,‘‘মিটিং উইথ দ্য বস’৷বছর ২৯-এর ইভানোভিচ এখন বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের স্ত্রী৷চলতি বছরেই টেনিস সুন্দরীর সঙ্গে বিয়ে হয় সোয়াইনস্টাইগারের৷ট্রাম্প বরাবরই মহিলাদের প্রতি আসক্ত৷কিন্তু তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে এতদিন ইভানোভিচের নামটাই অনুচ্চারিত ছিল৷-কলকাতা২৪
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে