আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নিউজিল্যান্ড। নতুন ভাবে সুনামি অ্যালার্ট জারি করলো দেশটির প্রশাসন। ইতিমধ্যে সাউথ আইল্যান্ডে একটি ঢেউ আছড়ে পড়েছে।
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৪। ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কিলোমিটার দূরে এই কম্পনের উৎসস্থল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সঠিক ভাবে জানায়নি দেশটির প্রসাশন।
২০১১ তেই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ক্রাইস্টচার্চে। সেই কম্পনে ১৮৫ জনের মৃত্যু হয়। প্রায় ধ্বংস হয়ে যায় গোটা শহর। গবেষকরা জানান, আগুনের গোলার উপরে অবস্থান নিউজিল্যান্ডের। যার ফলে ঘনঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়।
১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি