রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০৮:০৪:৫৪

ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করবে ইসরাইলি মোসাদ

ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করবে ইসরাইলি মোসাদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে মঙ্গলবার নয়াদিল্লিতে আসছেন ইসরাইলের প্রেসিডেন্ট রুয়েভেন রিভলিন। দীর্ঘ ২০ বছর পর এই প্রথম কোনও ইসরাইলের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ভারত সফরে আসছেন।

গত বছরে অক্টোবরে প্রণব মুখার্জী ইসরায়েল সফর করেছিলেন। সেই যোগসূত্রকে মজবুত করার লক্ষ্যে রিভলিনের এই ভারত সফর। রিভলিনের সফরকে ভারত এবং ইসরাইলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতীক হিসেবে মনে করছে নয়াদিল্লিতে নিযুক্ত ইসরাইলি দূতাবাস।

জানা গিয়েছে, ভারত থেকে ইসরাইলের প্রশিক্ষণের উদ্দেশ্যে ‘সন্ত্রাস দমন বাহিনী’র কর্মকর্তাসহ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের কাছে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা চলছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজক পরিস্থিতিসহ জম্মু-কাশ্মিরে অশান্ত পরিস্থিতির মধ্যে ইসরাইলেরর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি কূটনৈতিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানিয়েল ক্যামেরন বলেন, ‘ভারত ও ইসরাইলের মধ্যে আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে ‘রাজনৈতিক এবং কূটনৈতিক আঞ্চলিক চ্যালেঞ্জ’ মোকাবিলা নিয়ে কথা হবে।’ আলোচনায় ‘প্রতিরক্ষা এবং আঞ্চলিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা’র বিষয়টিও থাকবে বলে ক্যামেরন জানিয়েছেন।

একটি সূত্রে প্রকাশ, ইসরাইলের প্রেসিডেন্টের সফরে জলসম্পদ, কৃষি, শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রেও দুই দেশের মধ্যে কিছু চুক্তি সই হবে। ভারত ইসরাইলের সামরিক হার্ডওয়্যারের বৃহত্তম ক্রেতা। প্রেসিডেন্ট রিভলিন আগ্রা, চণ্ডীগড়, কার্নাল এবং মুম্বাই পরিদর্শন করবেন।

১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে