আন্তর্জাতিক ডেস্ক: গত ছয়মাস ধরে সুনির্দিষ্ট পরিকল্পনা করে বাতিল করা হয়েছে ৫০০ এবং ১০০০ টাকার নোট। কিন্তু সাতমাস আগে সান্ধ্য একটি পত্রিকা ফাঁস হয়ে যায় এই পরিকল্পনা! মোদীর সিদ্ধান্ত দেশবাসীকে জানানোর সঙ্গে সঙ্গেই এখন এই খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। চলছে তর্ক বিতর্কও। প্রধানমন্ত্রীর রাজ্যের কাগজ কীভাবে এত আগে এই সিদ্ধান্তের কথা জানল তা নিয়ে উঠতে শুরু করে হাজারো প্রশ্ন। অনেকের অভিযোগ, নিজের রাজ্যকে বেকায়দায় ফেলতে চাননি নমো, তাই আগেভাগেই কেন্দ্রীয় পদক্ষেপের কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছিল।
সান্ধ্য পত্রিকার এই প্রতিবেদনে লেখা ছিল ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আশ্চর্যজনকভাবে সেই প্রতিবেদনটি ছিল প্রায় ৭ মাস আগের! আর এরপর থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ওই সান্ধ্য সংবাদপত্র ‘আকিলা’-র দপ্তরে ফোনের বন্যা। একটাই প্রশ্ন, ‘কীভাবে এত আগে এই সংবাদ পেলেন আপনারা?’ রীতিমতো জেরবার হয়ে শেষপর্যন্ত ১০ নভেম্বর পালটা প্রতিবেদন ছাপতে হয় ‘আকিলা’কে। সাফাই দেওয়ার জন্য। তাতে বলা হয়, ‘ওটা একটা জোকস ছাড়া আর কিছু নয়। কারণ, ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ১ এপ্রিল। এপ্রিল ফুলের দিন। প্রায় ৭ মাস পরে এর সঙ্গে বাস্তব যে মিলে যেতে পারে, সে সম্পর্কে কোনও ধারণা ছিল না আমাদের। এটাকে কাকতলীয় হিসাবে ধরে নেওয়াই ভালো।’
প্রসঙ্গত, এপ্রিল ফুলকে মাথায় রেখে এই ধরণের খবর ছাপা গুজরাতের সংবাদমাধ্যমের কাছে এটা নতুন নয়। এক্ষেত্রেই তাই হয়। সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, এপ্রিল ফুলের বিষয়টি মানুষ ভুলে গিয়েছে। কিন্তু সত্যি সত্যি ৫০০ এবং হাজার টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় ওই প্রতিবেদনকেই সত্যি বলে ধরে নিচ্ছেন সাধারণ মানুষ।-কলকাতা২৪
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস