আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের মরুতে দু’দিন ব্যাপী হেলিব্রোন মহড়া চালালো ভারতীয় বিমানসেনা ও সেনাবাহিনীর সদস্যরা৷
ভারতীয় সংবাদ মাধ্যম গুলোর সূত্রে জানা যায়, সেই প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় সেনারা অনুশীলন করে কঠিন সময়ে, চরম সতর্কতার মধ্য দিয়ে কেমন ভাবে শত্রুপক্ষের আক্রমণ করে তাকে পরাজিত করা যায়৷ যার জন্য প্রয়োজন হয় সেনাদের প্রচণ্ড মানসিক ও শারীরিক ক্ষমতার৷
এই মহড়ায় যোগদান করেছিল ভারতীয় সেনার বিশাল একটি বাহিনী৷ কমব্যাট সাপোর্ট আর্মস, মিডিয়াম লিফ্ট হেলিকপ্টার৷ এছাড়া, ভারতীয় সেনা জওয়ানরা ব্যবহার করেছিল লং-রেঞ্জ ওয়েপন সিস্টেমের৷ সূত্রের খবর, এই মহড়ার সময় তৈরি করা হয়েছিল একটি যুদ্ধক্ষেত্রের উত্তেজনাময় বাতাবরণ৷ ব্যবহার হয়েছিল আনম্যানড এরিয়াল ভেইক্যাল৷
১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি