আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুল শহরের দক্ষিণে একটি বেসামরিক এলাকায় ফের রাসায়নিক হামলা চালাল ইসলামিক স্টেট। এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছে। মসুল শহর মুক্ত করার জন্য যখন ইরাকের সামরিক ও স্বেচ্ছাসেবী বাহিনী জোরালো অভিযান চালাচ্ছে তখন আইএস ফের রাসায়নিক হামলা চালাল।
শনিবার রাতে জঙ্গিরা মসুলের শারাকাত এলাকায় ১৫টি মর্টারে গোলা ছোড়ে। এর মধ্যে কয়েকটি ক্লোরিন গ্যাসে ভর্তি ছিল। নাম প্রকাশে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রাসায়নিক হামলার শিকার দুজন বাদে সবাই একই পরিবারের সদস্য। আইএস তাদের সর্বশেষ শক্ত ঘাঁটি মসুলকে ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। এবং তারা রাসায়নিক হামলা চালাতে পারে বলে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কয়েকদিন আগে সতর্ক করেছিল। এরপর শনিবার রাতে এই হামলা চালাল আইএস জঙ্গিরা।-কলকাতা২৪
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস