সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৩:০৮:৫০

কপ্টার থেকে ঝাঁকে ঝাঁকে গুলিতে নিহত বহু

কপ্টার থেকে ঝাঁকে ঝাঁকে গুলিতে নিহত বহু

আন্তর্জাতিক ডেস্ক: কপ্টার থেকে ঝাঁকে ঝাঁকে গুলি৷ যে যেদিকে পারছেন দৌড়চ্ছিলেন৷ গুলিতে বাড়ছিল নিহতের সংখ্যা৷ সরকারি সেনা ও রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে আবারও রক্তাক্ত মায়ানমার৷ অশান্ত নোবেল শান্তি বিজেতা আউং সান সু কির দেশ৷  গুলি চালানোর কথা স্বীকার করেছে মায়ানমার সরকার৷ বিবিসি জানাচ্ছে, মায়ানমার সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের৷ আরও মৃত্যুর আশঙ্কা থাকছে৷  ঘটনাস্থল দেশের রাখাইন প্রদেশ৷ নিহতরা প্রত্যেকেই স্থানীয় রোহিঙ্গা মুসলিম৷ কয়েকদিন ধরেই রাখাইন প্রদেশে চলছে সংঘর্ষ৷

দেশটির সেনাবাহিনীকে উদ্ধৃত করে বিবিসির খবর,  রোহিঙ্গারা আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালিয়েছিল। ঘটনা গত শনিবারের৷ এতে দুই সেনাকর্মীর মৃত্যু হয়৷ পালাটা গুলিতে ছয় হামলাকারীও মারা যায়৷  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়৷ রবিবার পরিস্থিতি আরও ঘোরালো হয়৷ তারপরেই কপ্টার থেকে গুলি চালানো হয়েছে৷ জানিয়েছে মায়ানমার সেনাবাহিনী৷ দেশটির রাখাইন প্রদেশ বারে বারে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়৷ দুর্গম এই এলাকার উন্নয়ন তেমন নেই৷-কলকাতা২৪
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে