সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৪:৩০:৪২

মুসলিমদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করলেন ট্রাম্প

মুসলিমদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : অ্যামেরিকার সব মানুষের প্রেসিডেন্ট হতে চান৷ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর মুসলিম ও হিসপ্যানিক সম্প্রদায়ের উপর হামলায় তিনি দুঃখ প্রকাশ করে সে সব বন্ধ করার ডাক দিয়েছেন৷ খবর ডয়েসে ভেলের।

ডোনাল্ড ট্রাম্প আগামী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যে তার সব নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে প্রস্তুত নন, সেটা শুরুতেই স্পষ্ট করে দিয়েছিলেন৷ এবার এক সাক্ষাৎকারে তিনি তাঁর প্রশাসনের রূপরেখা তুলে ধরলেন৷

মুসলিমদের অ্যামেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা, মেক্সিকোরই অর্থে মেক্সিকোর সীমান্তে প্রাচীর তৈরি করা – এমন সব হুমকি সমর্থকদের রক্ত গরম করতে উপযুক্ত হলেও হোয়াইট হাউসে বলে সে সব কার্যকর করা যে সম্ভব নয়, ট্রাম্প সেটা বুঝিয়ে দিয়েছেন৷

 অন্যদিকে তিনি তার সমর্থকদের ভাঁওতা দিয়েছেন, এমন একটা ধারণাও তৈরি করা তাঁর পক্ষে বিপজ্জনক৷ তাই কিছুটা মধ্যপন্থার কথা বলেছেন তিনি৷ সিবিএস নেটওয়ার্কের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে প্রেসিডেন্ট পদে উপযুক্ত ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন৷

বেআইনি অভিবাসন বন্ধ করতে ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির অবাস্তব পরিকল্পনা থেকে সরে এসেছেন৷ তার বদলে কয়েকটি অংশে কাঁটাতারের বেড়া তৈরির কথা বলেছেন তিনি৷ প্রায় ২০ থেকে ৩০ লক্ষ বেআইনি অভিবাসী, যাদের অপরাধের রেকর্ড রয়েছে, তাদের দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ট্রাম্প৷ তবে বাকিদের প্রশ্নে সুর কিছুটা নরম করেছেন তিনি৷

ডোনাল্ড ট্রাম্প আবার স্পষ্ট করে দিয়েছেন, যে তিনি অ্যামেরিকার সব মানুষের প্রেসিডেন্ট হতে চান৷ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর মুসলিম ও হিসপ্যানিক সম্প্রদায়ের উপর হামলায় তিনি দুঃখ প্রকাশ করে সে সব বন্ধ করার ডাক দিয়েছেন৷

তবে দক্ষিণপন্থি রক্ষণশীল অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নন তিনি৷ নারীদের গর্ভপাতের অধিকারের বিরোধিতা ও নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের পক্ষে তিনি জোরালো সওয়াল করেন৷ সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তিনি সমমনস্ক প্রার্থী মনোনয়ন করবেন বলে জানিয়েছেন৷

প্রচারের সময়ে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য বিমা উদ্যোগের বিরোধিতা করলেও ক্ষমতায় এসে তিনি তার কিছু অংশ বহাল রাখতে চান৷

কোটিপতি হিসেবে ট্রাম্প প্রেসিডেন্ট পদের বেতন ও ছুটি নিতেও অস্বীকার করবেন বলে জানিয়েছেন৷ বছরে ৪ লক্ষ ডলারের বদলে তিনি মাত্র ১ ডলার বেতন গ্রহণ করবেন৷
১৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে