আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে সহযোগিতা ছাড়া আমেরিকার সামনে কোনও পথ নেই। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এমনটাই জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
পুরো নির্বাচন পর্বে চীনকে তুলোধোনা করেছিলেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর ৪৫ শতাংশ আমদানি কর বসানোর কথা বলেছিলেন তিনি। তাছাড়া চীন যেভাবে তাদের মুদ্রার দাম কমিয়ে রেখেছে তারও সমালোচনা করেছিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী।
২০১৭ সালে চীনে নতুন প্রেসিডেন্ট আসতে পারেন। সেই অবস্থায় ট্রাম্পের সঙ্গে নতুন সরকারের রসায়নের ওপর চীনের বৈদেশিক সম্পর্ক অনেকটাই নির্ভর করছে। দুই নেতার মধ্যে ফোনালাপের কথা স্বীকার করেছে চীনের সরকারি টিভি চ্যানেল সি সি টিভি।
জিনপিং–কে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ছাড়া আর কোনও পথ খোলা নেই। বিশ্বের আর্থিক অগ্রগতির প্রয়োজনের কথা মাথায় রেখেই দুই দেশের কাছাকাছি আসা দরকার।’ তাহলেই উভয় দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করেছেন জিনপিং। আজকাল
১৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি