আন্তর্জাতিক ডেস্ক: অন্তত একজন ইরাকি সৈন্যের জন্য কথিত ইসলামিক স্টেটের কাছ থেকে মসুল পুনরুদ্ধারের অভিযানটি এনে দিয়েছিল বিরল এক সুখের মুহূর্ত।
সাদ নামের এই সৈন্য, যিনি মূলত মসুল থেকেই এসেছেন, তিনি গত দু'বছর ধরে তার মাকে দেখেননি।
এই পুরো সময়টা জুড়েই তার মা ছিলেন আইএস অধিকৃত মসুলে অবরুদ্ধ।
কিন্তু গত সপ্তাহেই তিনি জানতে পারেন, তার মাকে মসুলের আরো অনেক বেসামরিক নাগরিকের সাথে বাসে চড়িয়ে বের করে আনা হচ্ছে।
তখন থেকে পাগলের মত মাকে খুঁজতে শুরু করে সে।
শেষ পর্যন্ত মাকে পাওয়া গেলো একটি বাসে।
তার পর কি হল?-বিবিসি
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস