মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ০৬:৩৪:২৮

ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকা!

ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাক উল্টে ছড়িয়ে পড়ল কোটি টাকার নোট। আর তা কুড়োতে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় দুর্ঘটনাস্থলে। কিন্তু টাকা নিতে গিয়ে সবাই মুখ ঘুড়িয়ে চলে যায়! কারণ যে নোটগুলি ছড়িয়ে পড়েছিল সেগুলি প্রত্যেকটিই পুরোন ৫০০ এবং ১০০০ টাকার নোট। তাই হাতের সামনে কোটি টাকা ছড়িয়ে দেখলেও কেউ হাতে তুলতে নারাজ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার কর্ণাটকের রায়চুর জেলায়। সেখানে টাকা বোঝাই একটি ট্রাক হঠাৎই রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ৫০০ ও ১০০০ টাকার পুরনো কয়েক কোটি টাকার নোট রাস্তায় ছড়িয়ে পড়ে। ট্রাকের ভিতর এই সমস্ত বাতিল নোটগুলি কাগজে মুড়ে রাখা ছিল। নোটে মোড়া কাগজ খুলে যাওয়ার ফলে এবং ট্রাক উল্টে যাওয়ার পর সেই নোটের বান্ডিল বেরিয়ে আসে এবং তা রাস্তায় ছড়িয়ে পরে। নোট ছড়িয়ে পড়ার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় প্রচুর লোক্জন। কিন্তু সেখানে গিয়ে মোহভঙ্গ হয়!-কলকাতা২৪
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে