 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: ভারত সরকার প্রখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়েকের আরেকটি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, জাকির নায়েকের এনজিও সংগঠন নিষেধাজ্ঞা জারি। ভারতীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। অবৈধ কার্যক্রম অবৈধ বলে জানানো হয়েছে। তবে জাকির নায়েক বারবার বলে আসছেন, তিনি বা তার প্রতিষ্ঠান অবৈধ কোনো কার্যক্রমের সাথে জড়িত নন।
১৫ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস