মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ১১:৩৫:২৩

‘মাকে লাইনে দাঁড়িয়ে রাজনীতি করছেন মোদি’

‘মাকে লাইনে দাঁড়িয়ে রাজনীতি করছেন মোদি’

আন্তর্জাতিক ডেস্ক : ৯১ বছরের ভদ্র মহিলা ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে, অচল নোট পরিবর্তন করে সচল করলেন। পুরনো ৫০০ এবং ১০০০ দিয়ে হাতে তুলে নিলেন কড়কড়ে ২ হাজার টাকার নোট। ভদ্র মহিলার নাম হীরাবেন মোদি। পরিচয় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা।

গুজরাটের গান্ধীনগরে ওরিয়েন্টাল ব্যাঙ্ক থেকে ৪৫০০ টাকা এক্সচেঞ্জ করান হীরাবেন মোদি। আর এই ঘটনার কড়া নিন্দা করেই রাজনীতির মঞ্চে খেলা জমিয়ে দিয়েছেন ভারতের অন্যতম মোদি বিরোধী মুখ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

"মাকে লাইনে দাঁড়িয়ে রাজনীতি করছেন মোদিজি। কখনও লাইনে দাঁড়াতে হলে আমি দাঁড়াবো, মাকে লাইনে দাঁড় করাবো না", টুইটে প্রতিক্রিয়া অরবিন্দ কেজরিওয়ালের।

১৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে