মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ১১:৫৬:৩৪

মমতা ব্যানার্জীর সঙ্গে শিবসেনাও

মমতা ব্যানার্জীর সঙ্গে শিবসেনাও

আন্তর্জাতিক ডেস্ক : মোদি সরকারকে কোণঠাসা করার কৌশল নিয়ে ফের একসঙ্গে বৈঠকে বিরোধীরা। যদিও, রাষ্ট্রপতির কাছে যাওয়ার নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সূত্রের খবর, বুধবার মমতার সঙ্গে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে না কংগ্রেস ও সিপিএম। তবে মমতার সঙ্গে যাবেন কেজরীবাল, ওমর আবদুল্লা ও এনডিএ-র শরিক শিবসেনার প্রতিনিধি।

মঙ্গলবার কলকাতা ছাড়ার আগে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা। এরই মধ্যে দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে বৈঠকে বসে তৃণমূল, সিপিএম, বিএসপি, এসপি, জেডিইউ, আরজেডি, ডিএমকে সহ ১৩টি বিরোধী দল।

নোট বাতিল ইস্যুতে মোদি সরকারকে কোণঠাসা করতে ঐক্যবদ্ধ হলেও বুধবার রাষ্ট্রপতি ভবনে যাওয়া নিয়ে বিরোধীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সূত্রের খবর, বুধবার মমতার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যেতে পারেন ওমর আবদুল্লা, এবং বিজেপিরই শরিক শিবসেনা।

তবে, সূত্রের খবর, সংসদে জোট বেধে মোদী সরকারকে কোণঠাসা করতে রাজি হলেও বুধবার মমতার সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে না কংগ্রেস ও সিপিএম।

নোট বাতিল ইস্যুতে মোদির বিরোধিতায় মমতার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে গেলে যাবতীয় লাইমলাইট তার দিকে চলে যাবে, এমনটা আঁচ করেই কি কংগ্রেস সে পথে হাঁটল না? তাই কি তারা একই ইস্যুতে পরে অন্য সহযোগীদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবে? এমন প্রশ্নও ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। এদিকে বুধবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনের আগে এদিন সর্বদলয়ী বৈঠকও হয়। সূত্রের খবর, সরকার জানিয়েছে, তারা যে কোনও ধরনের আলোচনায় প্রস্তুত।

অন্যদিকে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, কিছুদিনের জন্য এই প্রক্রিয়া (নোট বাতিল) বন্ধ রাখুন। তারপর একটা সুষ্ঠু ব্যবস্থা চালু করুন। ধনীরা খুশি, আর সাধারণ মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে। বিদেশ থেকেও কালো টাকা উদ্ধার করুন। যদিও, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিজেপি কিন্তু নোট বদলের সিদ্ধান্তের সমর্থনে জোরালোভাবেই বিরোধীদের আক্রমণ করছে। এবিপি

১৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে