আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নোট বিতর্কের মধ্যেই দেশটির কেন্দ্রীয় সরকার এক ভয়ানক তথ্য পেশ করলো। এই নতুন তথ্য আরও একটা বিতর্ক তৈরি করতে পারে। বুধবার ভারতের রাজ্যসভায় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজ্জু জানিয়েছেন, এখন ভারতে প্রায় দু’কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থায়ীভাবে বসবাস করে।
রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে ভারতের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত যা তথ্য ও পরিসংখ্যা কেন্দ্রের হাতে রয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় দু’কোটি বাংলাদেশি অনুপ্রেবশকারী ভারতে বসবাস করে।’
তিনি আরও বলেছেন, বহু বাংলাদেশি নাগরিক কোনও রকম কাগজপত্র ছাড়াই ভারতে ঢুকেছে। দেশের নানা অংশে ছড়িয়ে পড়া সেই বাংলাদেশি নাগরিকদের সংখ্যা সঠিকভাবে জানা নেই সরকারের। একই সঙ্গে রিজ্জু জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ওদেশে ফেরৎ পাঠানোর কাজও চলছে।
অনুপ্রবেশ ভারতের বরাবরের সমস্যা। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের উপরে অনুপ্রবেশকারীর চাপ বেশি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরৎ পাঠাবেন। এ নিয়ে সেই সময়ে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। এখন এই তথ্য নতুন বিতর্ক তৈরি করবে কি? এবেলা
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি