আন্তর্জাতিক ডেস্ক: নোট বাতিলকাণ্ডে মোদী বিরোধিতায় রীতিমতো সরব রাহুল গাঁধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা, সীতারাম ইয়েচুরিরা। বিরোধী দলের এই নেতা-নেত্রীদের মোদীকে লক্ষ্য করে তোপ স্বাভাবিক। কিন্তু, তা বলে দলেরই এক বিধায়ক নোট বাতিলকাণ্ডে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের যে কেবলমাত্রসমালোচনা করলেন তাইই নয়, দুর্নীতির সম্ভাবনাও উস্কে দিলেন। তাতে অস্বস্তিতে পড়তে বাধ্য বিজেপি। অথচ, নোট বাতিলকাণ্ডে যাবতীয় শিবির ভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে উঠে মোদীকে সমর্থন জানিয়েছিলেন বিজেপি-র সমস্ত নেতা-নেত্রী, কর্মী, সমর্থকরা। কিন্তু, সেই সাজানো বাগানে কিছুটা হলেও বিতর্কের হাওয়া তুলে দিলেন রাজস্থানের বিজেপি বিধায়ক ভবানী সিংহ রাজাওয়াত।
রাজস্থানের এই বিজেপি বিধায়কের সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, নোট বাতিলকাণ্ডের আগাম খবর ছিল অম্বানি এবং আদানিদের কাছে। ৫০০ টাকা এবং ১০০০ টাকার পুরনো নোট যে বাতিল হচ্ছে তা এই শিল্পপতিরা জানতেন। এটা যে কালো টাকার মোকাবিলায় অভিযান, সে তথ্যও নাকি এঁদের কাছে ছিল। তাই আগে থেকেই নিজেদের কালো টাকাকে সাদা করে নেওয়ার রাস্তা নাকি বার করে নিয়েছিলেন অম্বানি ও আদানিরা।
ভবানী সিংহ রাজাওয়াত এই কথা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত আলাপ-আলোচনায় ‘অফ দ্য ক্যামেরা’ বলেছিলেন। কেউ এই কথোপকথনের ভিডিও রেকর্ডিং করে তা ইন্টারনেটে আপলোড করে দেন। গোটা ঘটনাতেই ক্ষিপ্ত ভবানী সিংহ। তাঁর অভিযোগ, ব্যক্তিগত আলাপচারিতায় ‘অফ দ্য ক্যাম’ যখন কথা হচ্ছে, তার এমন ভিডিও রেকর্ডিং অনৈতিক কাজ এবং যেভাবে তা সর্বসমক্ষে প্রকাশ করা হয়েছে তা গর্হিত ও অন্যায়। সেইসঙ্গে তাঁর দাবি, ভিডিও-তে তাঁকে যেসব কথা বলতে দেখা গিয়েছে, আদৌ তা তিনি বলেননি। তাহলে, ভিডিও-তে ভবানী সিংহের অডিও কী কারচুপি? তাতে অবশ্য নিরুত্তোর থেকেছেন ভবানী সিংহ।
এই ভিডিও-তেই ভবানী সিংহকে দেখা গিয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তে মোদীকে তুলোধনা করতে। ‘অফ দ্য ক্যাম’ এই কথপকথনে ভবানী সিংহ অভিযোগ করেন, তেলের দাম বাড়ার মতো করে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হয়। অথচ, এই সিদ্ধান্ত ঘোষণার আগে অন্তত দেশের জনসংখ্যা পিছু নোটের সংখ্যা নির্ধারণ করে তা ছাপানো দরকার ছিল। এরপর সমস্ত টাকা সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়ে তারপরে সিদ্ধান্ত ঘোষণা করা দরকার ছিল। কিন্তু, কার্যক্ষেত্রে সেসব কিছুই না করে নোট বাতিলের কথা ঘোষণা করে দেন মোদী। এর ফল, এটিএম-গুলিতে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।
ভবানী সিংহের এমন বিস্ফোরক মন্তব্যের পর বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও বহুবার নানা ধরনের বিতর্কিত কথা বলে খবরের শিরোনামে স্থান পেয়েছিলেন ভবানী সিংহ। অনেকে এটাকে ভবানীর স্টান্টবাজি বলে ব্যাখ্যা করছে।-এবেলা
১৭ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর