আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের সরকারি সফরে বুধবার বিকালে ইসলামাবাদ পৌঁছেছেন তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগোন। এ সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ব্যবসা ও বিনিয়োগ এবং প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি।
স্ত্রী এমিনিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এরদোগানের সফর সঙ্গী হয়েছেন।
ইসলাবাদের নূর খান বিমান ঘাঁটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মন্ত্রিসভার সদস্যরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এরদোগান ও তার সফর সঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় ফার্স্ট লেডি কুলসুম নওয়াজ, প্রধানমন্ত্রীর কন্যা মরিয়ম নওয়াজ এবং তার ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
তুরস্কে চার মাস আগে রক্তক্ষয়ী অভ্যুত্থান চেষ্টার পর এবং প্রেসিডেন্ট হিসেবে এরদোগান প্রথমবারের মতো পাকিস্তান সফর করছেন।
পরে তুর্কি নেতা পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বসেন। এসময় এরদোগানকে প্রসিডেন্ট মামনুন হুসাইন একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির প্রস্তাব দেন।
এরদোগান এ প্রস্তাবে সম্মত হয়েছে বলে প্রেসিডেন্সি কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
দেশ দুটি ইতোমধ্যে প্রতিরক্ষা সহযোগিতা খাতে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছে। এরমধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক ‘খালিদ শ্রেণির’ কয়েকটি ডুবোজাহাজ দিয়ে পাকিস্তানকে সহায়তা করছে এবং দুই পক্ষই একটি নৌবহর ট্যাঙ্কার নির্মাণে একসঙ্গে কাজ করছে।
এছাড়াও, তুরস্ক পাকিস্তান থেকে এমএফআই-১৭ সুপার মাশহুক বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে।
প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও, দুই নেতা আফগানিস্তান ও কাশ্মীরসহ আঞ্চলিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে। সূত্র: ডন নিউজ
১৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম