আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর ক্রমশ চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর সঙ্গী ছিলেন অরবিন্দ কেজরিবাল। আপের আয়োজিত প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দাবি করলেন, গোপন ভোট নিলে নাকি নিজের দল এবং পরিবারের সমর্থনও পাবেন না নরেন্দ্র মোদী।
নোট বাতিলের পরে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী। এদিন মানুষের দুর্ভোগের যুক্তি দিয়েই প্রধানমন্ত্রীর সততা নিয়েই পরোক্ষে প্রশ্ন তুললেন মমতা। তাও আবার রাজধানীর বুকে দাঁড়িয়ে। মোদীর উদ্দেশে মমতার কটাক্ষ, ‘দেশের সাধারণ মানুষ সবাই চোর। আর তুমি সাধু?’ নোট বাতিলের মতো সিদ্ধান্ত যারা নিয়েছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। শুধু তাই নয়, মমতার দাবি, পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেখানেই এই জনবিরোধী সিদ্ধান্তের ফল ভুগবে বিজেপি। তাঁর দাবি, নরেন্দ্র মোদীর নিজের দল বিজেপি-তেই অধিকাংশ নেতা তাঁর বিপক্ষে। গোপনে ভোট নেওয়া হলে বিজেপি নেতাদেরই ভোট পাবেন না প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রীর পরিবারের কেউ তাঁকে ভোট দেবেন না বলেও কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী। মমতার জবাব, ‘৫০ দিন সময় চাইছে। আরে আগে মানুষকে তো একদিন বাঁচতে দেও।’মমতা এদিনও দাবি করেছেন, তাঁরা কালো টাকার বিরোধী নন। বিদেশি ব্যাঙ্কে থাকা কালো টাকা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী।-এবেলা
১৭ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর