 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভয় পেয়ে গেছেন আইএস প্রধান বাগদাদি। আত্মঘাতী পোশাক ছাড়া তিনি নাকি ঘুমোচ্ছেন না। মোসুলে আইএসের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু করেছে ইরাকি সেনা। এরমধ্যেই মোসুল থেকে বাগদাদির খবর পেতে শুরু করেছে তারা।
মোসুলের ভিতর থেকেই একজন টেক্সট বার্তা পাঠাচ্ছেন ইরাকি সেনাকে। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে আইএস–এর সঙ্গে তিনি যুক্ত নন। তবে আইএস নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
বাগদাদি বাইরে আর খুব একটা বেরোচ্ছেন না। ধরা পড়ার ভয়ে শহরের বিভিন্ন জায়গায় সুড়ঙ্গে গিয়ে থাকতে শুরু করেছেন তিনি।
সংবাদ সংস্থা রয়টার্সের জানাচ্ছে ওই ব্যক্তির টেক্সট বার্তা থেকে আইএস, ইরাকি সেনা, কুর্দি এবং  আমেরিকার ফৌজের জানা যাচ্ছে। আইএসের হয়ে যারা লড়াই করছে তাদের অধিকাংশই বিদেশি। তাছাড়া কট্টর মুসলিমদেরও সমর্থন পাচ্ছে বাগদাদি। আজকাল
১৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি