আন্তর্জাতিক ডেস্ক : জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)৷ শনিবার সকাল থেকেই মুম্বাইয়ে জাকিরের সংস্থার ১০টি অফিস ও কয়েকটি বাড়িতে যৌথ অভিযান চালায় এনআইএ ও মুম্বাই পুলিশ৷
গুলশানে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই দুবাইয়ে পলাতক জাকির৷ জঙ্গিরা পিস টিভিতে জাকিরের ভাষণ শুনে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ৷ শুক্রবারই সন্ত্রাস ছড়ানোর অভিযোগে জাকির নায়েক ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় ও বেআইনি কাজ প্রতিরোধ আইনের ১০, ১৩ ও ১৮ মামলা দায়ের করা হয়েছে৷ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ঢুকে তল্লাশি করার জন্য ভারতের মন্ত্রিসভার অনুমতি পাওয়ার পরেই এদিন এই তল্লাশি অভিযান চালাল এনআইএ কর্তৃপক্ষ৷
ভারতের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, এই সংগঠনের সদস্যরা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অনৈক্য তৈরির বার্তা দিতেন৷ হিংসা ছড়ানোর চেষ্টা করছেন৷ চলতি বছরে ঢাকায় বিস্ফোরণে হত আত্মঘাতী এক জঙ্গির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের জাকির নায়েকের বক্তব্য টিভিতে দেখে সে অনুপ্রাণিত হয়েছিল৷ এরপরই জাকিরের ভাষণ ও কর্মকাণ্ডের উপর নজর রাখা শুরু করেন ভারতের গোয়েন্দারা৷
বন্ধ করা হয় পিস টিভির সম্প্রচার৷ জাকিরের সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষি ঘোষণা করা হয়৷ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার আগেই তিনি দুবাই চলে যান৷ আইএস জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে যাওয়া মহারাষ্টের এক যুবকও জাকিরের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা৷ সংবাদ প্রতিদিন
১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি