সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫০:৫১

দারুণ অফার, OnePlus 5G স্মার্টফোনে ১১,০০০ টাকা ছাড়!

দারুণ অফার, OnePlus 5G স্মার্টফোনে ১১,০০০ টাকা ছাড়!

আপনি যদি OnePlus ফোন কেনার কথা ভাবছেন তবে ফ্লিপকার্ট দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। আসলে ফ্লিপকার্টের বছরের সেলে OnePlus 13 5G ফোনটি দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক এবং কার্ড অফারের সাথে ওয়ানপ্লাস 13 ফোন বর্তমানে ব্যাপক ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13 ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Flipkart সাইটে সস্তা হল OnePlus 13 5G স্মার্টফোন
ফ্লিপকার্ট সাইটে ওয়ানপ্লাস 13 ফোনটি বর্তমানে 61,999 টাকা দামে লিস্ট করা। তবে ওয়ানপ্লাস 13 ফোনটি 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যার মানে ফোনটি লঞ্চ দাম থেকে সোজা 8000 টাকা কম হয় গেছে।

এছাড়াও, আপনি যদি Flipkart Axis Bank বা Flipkart SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আপনি অতিরিক্ত 3100 টাকা ছাড় পেতে পারেন। ই-কমার্স প্ল্যাটফর্মেও EMI অপশনে পাওয়া যায়, যা প্রতি মাসে মাত্র 2075 টাকা থেকে শুরু হয়।

এছাড়া, কোম্পানি পুরানো ডিভাইস আপগ্রেড করার জন্য এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। গ্রাহকরা এক্সচেঞ্জে 50,200 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে, এক্সচেঞ্জ প্রাইস আপনার পুরানো ফোনের ব্র্যান্ড, মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

ওয়ানপ্লাস 13 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 6.82-ইঞ্চির বড় LTPO AMOLED ডিসপ্লে দেওয়া যা HDR10+ এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের পিক ব্রাইটনেস 4500 নিট পর্যন্ত রয়েছে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 13 ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট অফার করা হয়েছে। সাথে এটি 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ব্যাটারি লাইফ পাওয়া যাবে ওয়ানপ্লাস 13 ফোনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে