শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৫:৫১:০৬

মেয়ে-জামাইকে নিয়ে সরকারি বৈঠক কেন? বিতর্কে ট্রাম্প

মেয়ে-জামাইকে নিয়ে সরকারি বৈঠক কেন? বিতর্কে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সরকারিভাবে এখনও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেননি। কিন্তু অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শুরু হয়ে গেল। আর সেই বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিল ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনার।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বিশেষ বৈঠক করলেন ট্রাম্প। সেই বৈঠকে দেখা যায় ট্রাম্পের কন্যা ইভাঙ্কাকে। মিটিংয়ে উপস্থিত ছিলেন ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারও।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে দুই রাষ্ট্র প্রধানের বৈঠক। এখানে পরিবারের লোকেরা কেন?‌ প্রশ্ন উঠতেই পারে। কিন্তু সেই প্রশ্নকে পাত্তাই দিতে চান না ডোনাল্ড ট্রাম্প। -আজকাল

১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে