শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৭:১৭:০৬

হঠাৎ মধ্য আকাশে প্রেসিডেন্ট পুতিনের বিমানকে তাড়া ৩ যুদ্ধবিমানের

হঠাৎ মধ্য আকাশে প্রেসিডেন্ট পুতিনের বিমানকে তাড়া ৩ যুদ্ধবিমানের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানকে সুইজারল্যান্ডের আকাশে তাড়া করল সেদেশের তিন যুদ্ধবিমান। রুশ সাংবাদিকদের নিয়ে পেরুর এপেক শীর্ষ সম্মেলনে যাওয়ার পথে বিমানটিকে তাড়া করা হয়। অবশ্য ওই সময়ে ওই বিমানটিতে প্রেসিডেন্ট পুতিন ছিলেন না।

রুশ বিমানের জানালা দিয়ে তোলা হয়েছে সেই ছবি। শুক্রবার এই ঘটনা ঘটেছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত চাঞ্চল্য ছড়ায়। সুইজারল্যান্ডের আকাশসীমা দিয়ে ওড়ার সময়ে দেশটির বিমানবাহিনীর তিন যুদ্ধবিমান রুশ বিমানের খুব কাছ দিয়ে উড়ে যায়। এতে, রুশ বিমানকে অবতরণে বাধ্য করা হবে ধারণার সৃষ্টি হয়েছিল। অবশ্য সুইস সীমান্তের কাছে পৌঁছনোর পর যুদ্ধবিমানগুলো ফিরে যায়।

রুশ পায়োনিয়ার ম্যাগাজিনের প্রধান সম্পাদক আন্দ্রে কোলেনশেনকোভ বলেন, রুশ বিমানকে তিন দিক থেকে ঘেরাও করে ফেলে সুইস যুদ্ধবিমান। তিনি জানান, খুব কাছ দিয়ে উড়ছিল সুইস যুদ্ধবিমানগুলো এবং পাইলটদের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছিল।  এত কাছাকাছি দিয়ে ওড়ার জন্য যুদ্ধবিমানগুলোকে হুমকি হিসেবে মনে হচ্ছিল বলেও উল্লেখ করে তিনি এ ঘটনার কঠোর নিন্দা করেন। কলকাতা ২৪

১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে