আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিন ধরে সীমান্তে যে সংঘর্ষ চলছে তাতে ভারতীয় সেনার হতাহতের সংখ্যা বেশি। পাকিস্তানের থেকে ভারতীয় বেশি সংখ্যক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের শীর্ষ মিলিটারি কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল মালিক জাফর ইকবাল।
শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার ইকবাল জানান, পাকিস্তানে মাত্র ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আর ভারতের এই সংখ্যা অন্তত ৪০। এদিন গিলগিট-বালতিস্তান এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইকবাল। সংঘর্ষ বিরতি লঙ্ঘন সম্পর্কেও মন্তব্য করেছেন তিনি।
তাঁর দাবি, ভারত যদি দিনের বেলায় গুলি চালায় তাহলে সন্ধ্যা নামার আগেই জবাব দেয় পাকিস্তান। আর রাতের বেলা গুলি চালালে, ভোরের আলো ফোটার আগেই গুলিতে জবাব দেয় পাক সেনা।
ভারত নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ ঢাকা দিচ্ছে বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক আগেই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৭ পাক সেনা। আর সেকথা নিজেরাই স্বীকার করে নিয়েছে পাকিস্তান। কলকাতা ২৪
১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি